আইফোন ১৭ সিরিজের দুর্দান্ত প্রকাশনা শেষ হওয়ার সাথে সাথেই অ্যাপলের চারপাশে নতুন করে উত্তেজনার ঢেউ উঠেছে। এবার সবার দৃষ্টি পড়েছে আইফোন ১৮ সিরিজের দিকে। চীনের জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম উইবো-তে সক্রিয় টেক বিশেষজ্ঞ ইনস্ট্যান্ট ডিজিটালের মতে, আগামী বছর লঞ্চ হতে পারে আইফোন ১৮, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স ভার্সনগুলো। এতে ডাইনামিক আইল্যান্ডের আকার আগের মডেলের তুলনায় একটু কম হতে পারে। কিন্তু লোকমুখে বেশি ছড়ানো সেই আন্ডার-ডিসপ্লে ফেস আইডি টেকনোলজি এবারও এড়িয়ে যাবে বলে মনে হচ্ছে।
আরও জানতে পারেনঃ অপেক্ষার অবসান শেষ OPPO F31 সিরিজ ভারতে লঞ্চ হল
আইফোনের সাম্প্রতিক কয়েকটা জেনারেশনে ডাইনামিক আইল্যান্ড এসেছে একটা স্বাক্ষরের মতো বৈশিষ্ট্য। প্রথমে সবাই ভেবেছিল, আইফোন ১৭ প্রো-তে এর সাইজ কমবে। কিন্তু সেটা ঘটেনি। এখন খবর উঠেছে যে, আইফোন ১৮ সিরিজেই এই ছোট পরিবর্তনটা চোখে পড়তে পারে। অনেকে এটাকে দেখছেন ২০২৭-এর দ্বিশতক বার্ষিকীর ‘সম্পূর্ণ গ্লাস আইফোন’-এর একটা পথপ্রদর্শক হিসেবে।
অন্যদিকে, আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে আলোচনা তো নতুন নয়। আইফোন ১৬ প্রো থেকে শুরু করে ১৭ প্রো—প্রত্যেকবার লঞ্চের আগে এটা নিয়ে হইচই পড়ে যায়। তবে ইনস্ট্যান্ট ডিজিটালের অনুমান, এই টেকনোলজি এখনও বাজারের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরের কোনো মডেলে এটা দেখা যাবে।
সুতরাং, আইফোন ১৮-এ ফ্রন্ট ক্যামেরা এখনও দৃশ্যমান থাকবে। তবে সেটা ছোট করা ডাইনামিক আইল্যান্ডের মধ্যেই লুকিয়ে থাকবে।
আরও জানতে পারেনঃ ভারতে Xiaomi 16 5G কেন ২০২৫ সালের সেরা ফোন
উইবো-তে ইনস্ট্যান্ট ডিজিটালের প্রায় ১৫ লাখ ফলোয়ার আছে, এবং তারা আগেও অ্যাপলের কয়েকটা ফিচারের সঠিক ইঙ্গিত দিয়েছে। তবে সব ভবিষ্যতের কথা সত্যি হয় না—আইফোন ১৭ নিয়ে তাদের কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছে।
আইফোন ১৮ সিরিজের মার্কেটে আসতে এখনও প্রায় এক বছর সময় আছে। তাই আসন্ন দিনগুলোতে আরও বিভিন্ন ফিচারের খবর এবং গুঞ্জন ভেসে আসবে নিশ্চিত। এগুলো ধীরে ধীরে অ্যাপলের পরবর্তী জেনারেশনের ডিভাইসের চিত্রকে আরও স্পষ্ট করে তুলবে।


