iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর,গত ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার অ্যাপলের আলোচিত ‘Awe Dropping’ ইভেন্টে অবশেষে আত্মপ্রকাশ করল নতুন iPhone 17। চেহারায় এটি অনেকটাই iPhone 16–এর মতো হলেও ভেতরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড। বিশেষ করে ডিসপ্লে ক্যামেরা ও পারফরম্যান্সে বড়সড় পরিবর্তন এনে অ্যাপল আবারও প্রযুক্তি প্রেমীদের মুগ্ধ করেছে।
iPhone 17–এর অন্যতম আকর্ষণ হল 120Hz ProMotion ডিসপ্লে যা স্ক্রলিং, গেমিং ও ভিডিও স্ট্রিমিংকে করে তুলবে আরও স্মুথ। সুরক্ষার জন্য যুক্ত হয়েছে Ceramic Shield 2 যা আগের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সেন্টার স্টেজ প্রযুক্তি ও সেন্সর আগের মডেলের চেয়ে দ্বিগুণ বড় হওয়ায় সেলফি ও ভিডিও কলের অভিজ্ঞতা হবে আরও স্পষ্ট ও জীবন্ত। পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন A19 চিপসেট প্রায় 40 শতাংশ বেশি দ্রুত ও ব্যাটারি ব্যাকআপেও পাওয়া যাবে অতিরিক্ত 8 ঘণ্টা। এর সঙ্গে থাকছে নতুন iOS 26 সফটওয়্যার, Apple Intelligence, WiFi 7 সাপোর্ট এবং IP68 জলরোধী রেটিং।

ভারতের বাজারে iPhone 17 এর দাম শুরু হচ্ছে মাএ 82,900 টাকা থেকে যেখানে এই মডেলেই 256GB স্টোরেজ পাওয়া যাবে। অর্থাৎ আগের তুলনায় বেস ভ্যারিয়েন্টের স্টোরেজ দ্বিগুণ করা হয়েছে। এছাড়া 512GB ভ্যারিয়েন্টের দাম 1,02,900 টাকা। ফোনটি পাওয়া যাবে ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট ও ব্ল্যাক কালারে। প্রি-অর্ডার শুরু হবে 12 সেপ্টেম্বর থেকে ও ডেলিভারি পাওয়া যাবে 19 সেপ্টেম্বর থেকে।
আরো জানতে পারেন: OPPO F31 রিভিউ: ভারতের বাজারে নতুন চমক
ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে 6.3-ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। যা 120Hz রিফ্রেশ রেট, ডায়নামিক আইল্যান্ড, 3,000 নিট পিক ব্রাইটনেস, HDR সাপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী কোটিং অফার করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে IP68 সার্টিফিকেশন।
ক্যামেরা সেকশনে iPhone 17 নিয়ে এসেছে বড়সড় উন্নতি। এতে রয়েছে ডুয়াল 48MP Fusion ক্যামেরা সিস্টেম। প্রধান ক্যামেরায় আছে f/1.6 অ্যাপারচার, সেন্সর-শিফট OIS এবং 2X টেলিফটো ফিচার। এর পাশাপাশি দ্বিতীয় ক্যামেরা হিসেবে থাকছে 48MP আল্ট্রা-ওয়াইড লেন্স, যা ম্যাক্রো ফটোগ্রাফির সুবিধাও দেবে। ফ্রন্টে আছে নতুন 18MP সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরাই Dolby Vision ফরম্যাটে 4K ভিডিও ধারণ করতে সক্ষম।
পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন A19 চিপসেট-এর ছয় কোর সিপিইউ ও 16-কোর নিউরাল ইঞ্জিন এআই-ভিত্তিক কাজকে করবে আরও দ্রুত ও কার্যকর। কোম্পানির দাবি, আগের মডেলের তুলনায় iPhone 17 প্রায় 40 শতাংশ দ্রুতগতির এবং মেমরির ব্যান্ডউইথও বৃদ্ধি পেয়েছে। ব্যাটারি লাইফ এখন আরও উন্নত, একবার চার্জে আগের তুলনায় 8 ঘণ্টা বেশি ব্যবহার করা যাবে। এছাড়া মাত্র কয়েক মিনিট চার্জ দিলেই ফোন 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে, আর 10 মিনিট চার্জে পাওয়া যাবে সর্বোচ্চ 8 ঘণ্টার ব্যবহার সময়।
সব মিলিয়ে, নতুন iPhone 17 আগের মডেলের মতো ডিজাইন বজায় রাখলেও ভেতরের শক্তিশালী আপগ্রেডের কারণে এটি হয়ে উঠেছে আরও উন্নত, দ্রুত এবং ব্যবহারবান্ধব একটি স্মার্টফোন।


