ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে আইফোন ১৪-এর বিশেষ অফার

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে আইফোন ১৪-এর বিশেষ অফার।ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল আর মাত্র দুই সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে। এই বছরের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার উৎসবে কোন জিনিসপত্র কতটা ছাড়ে পাওয়া যাবে।সেটা প্রতিদিন একটু একটু করে জানাচ্ছে এই ই-কমার্স জায়ান্ট। বিশেষ করে আইফোনের নানা ভার্সনগুলো অবিশ্বাস্য কম দামে হাতে পাওয়া যাবে এই মেগা সেলে। উদাহরণস্বরূপ, তিন বছর পুরনো আইফোন ১৪ মডেল মাত্র ৪০ হাজার টাকার নিচে চলে আসবে। শুনে বিশ্বাস হয় না, তাই না? কিন্তু এটা পুরোপুরি সত্যি-কোম্পানি নিজেই এই অফারটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এমনকি, গত বছরের আইফোন ১৬ প্রো সিরিজেও ৫০ হাজার টাকারও বেশি সাশ্রয়ের সুযোগ রয়েছে।

আরও জানতে পারেন: পশ্চিমবঙ্গে আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্সে অবিশ্বাস্য ছাড়

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে আইফোন ১৪-এর বিশেষ অফার

কোম্পানি তাদের মোবাইল অ্যাপটা আপডেট করে দিয়েছে, যেখানে আসন্ন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৫-এর সময় ভারতে আইফোন ১৪ কত সস্তায় কেনা যাবে, সেটা স্পষ্ট করে দেখানো হয়েছে। আগ্রহী ক্রেতারা ব্যাঙ্কের ডিসকাউন্ট যোগ করে এই ফোনটা মাত্র ৩৯,৯৯৯ টাকায় নিতে পারবেন। মনে রাখবেন, ২০২২-এর সেপ্টেম্বরে ১২৮ জিবি স্টোরেজের বেস ভার্সনটা ভারতে লঞ্চের সময় ছিল ৭৯,৯০০ টাকা। অর্থাৎ, এই উৎসবী সেলে দামটা প্রায় দ্বিগুণ কমে এসেছে।

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে আইফোন ১৪-এর বিশেষ অফার
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে আইফোন ১৪-এর বিশেষ অফার

এখনকার মতো ফ্লিপকার্টে আইফোন ১৪-এর দাম ৫২,৯৯০ টাকা। এটা পাওয়া যাচ্ছে নীল, মিডনাইট, বেগুনি, স্টারলাইট এবং লাল রঙে। এই মডেলে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি স্ক্রিন, সিরামিক শিল্ড গ্লাসের সুরক্ষা, অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেট, ডুয়াল ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আইপি৬৮ জল-ধুলো প্রতিরোধী সার্টিফিকেশন এবং ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি।

আরও জানতে পারেনভারতে iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর

এছাড়া, ফ্লিপকার্টের এই সেলে আইফোন ১৬ প্রো ম্যাক্স-এর মতো প্রিমিয়াম ভার্সনও অসাধারণ ছাড়ে পাওয়া যাবে—মাত্র ৬৯,৯৯৯ টাকায়। অন্যদিকে, আইফোন ১৬ প্রো ম্যাক্স কিনতে হলে বর্তমানে ৮৯,৯০০ টাকা খরচ হয়। আগের প্রো মডেলগুলোতে এতটা দাম কমানো হয়নি কখনো। এটা বেস স্টোরেজের জন্য বলা হচ্ছে, এবং সব ধরনের অফার-ডিসকাউন্ট এই দামে অন্তর্ভুক্ত। লঞ্চের দামের সঙ্গে তুলনা করলে, দুটো ফোনেই যথাক্রমে প্রায় ৫০,০০০ টাকা এবং ৫৫,০০০ টাকার ফ্ল্যাট ছাড় মিলছে। এতে অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিসিআই ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টও যোগ হবে।

আরও জানতে পারেনOPPO F31 রিভিউ: ভারতের বাজারে নতুন চমক

এদিকে, গত বছরের আইফোন ১৬ মডেলটাও সেলে দারুণ ছাড়ে বাজারে আসবে। এটা কেবল ৫১,৯৯৯ টাকায় হাতে পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ কথা, এই দামে কোনো ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত নেই—অর্থাৎ, ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আলাদা ছাড় নেওয়া যাবে, যা সাশ্রয়কে আরও বাড়িয়ে দেবে। বর্তমানে ১২৮ জিবি স্টোরেজের বেস ভার্সন ফ্লিপকার্টে লিস্টেড আছে ৭৪,৯০০ টাকায়।

Scroll to Top