বাংলাদেশের রাজধানী শহর ঢাকার পরেই চট্টগ্রাম শহরের স্থান। কারণ চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক এলাকা গুলোর মধ্যে অন্যতম। এছাড়াও চট্টগ্রামে বিভিন্ন পর্যটক কেন্দ্র রয়েছে। যে সকল পর্যটন স্থানগুলোতে প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ভ্রমণ করতে আসে। অনেক আগে থেকেই বাংলাদেশের রাজধানীসহ ঢাকা থেকে চট্টগ্রাম এর বিমান ব্যবস্থা চালু রয়েছে।
অর্থাৎ আপনি চাইলে ইমারজেন্সি মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রামে খুব অনায়াসে অল্প সময়ের মধ্যে ভ্রমন করতে পারবেন। আকাশ পথে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে মাত্র 40 থেকে 50 মিনিট সময় লাগে। কিন্তু আপনি কি জানেন ঢাকা থেকে চট্টগ্রাম বিমান ভাড়া কত টাকা? সাধারণত তিন থেকে চার হাজার টাকা খরচ করলেই আপনি বিমান টিকেট কিনতে পারবেন। তাহলে চলুন দর্শক বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে ঢাকা টু চট্টগ্রাম বিমান টিকেট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নেই।
ঢাকা থেকে চট্টগ্রাম বিমান ভাড়া কত
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য দুইটি এয়ারলাইন্স কোম্পানির বিমান চালু রয়েছে। একটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অপরটি হচ্ছে ইউ এস বাংলা এয়ারলাইন্স। অনেকেই ঢাকা থেকে চট্টগ্রাম বিমান ভাড়া কত তা জানতে চাই। তাদেরকে জানাতে চাই যে বর্তমানে ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ করলেই আপনি চট্টগ্রামের বিমান টিকিট কিনতে পারবেন।
তবে আপনি যদি ভিআইপি টিকিট ক্রয় করতে চান সেক্ষেত্রে টিকিটের মূল্য কিছুটা বেশি হবে। অর্থাৎ আপনাকে প্রায় 4000 থেকে 5000 টাকা ব্যয় করতে পারে। অনলাইন থেকে অথবা উল্লেখিত এয়ারলাইন কোম্পানির অফিস থেকেও ঢাকা থেকে চট্টগ্রাম এর বিমান টিকিট কিনতে পারবেন। বিভিন্ন সময় এই টিকিট গুলোর মূল্য কম বা বেশি হতে পারে। তাই অবশ্যই ভ্রমণের পূর্বে টিকেটের দাম যাচাই-বাছাই করে নিবেন।
চট্টগ্রাম থেকে ঢাকা বিমানের সময়সূচী
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির বিমানগুলো চট্টগ্রাম থেকে ঢাকা অথবা ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করে থাকে। ২০২৩ সালের নভেম্বর মাসের আপডেট অনুযায়ী নিচের টেবিলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা বিমানের সময়সূচীর তালিকাটি শেয়ার করা হলো।
বিমান সংস্থা | ফ্লাইট নং | বাহির্গমন | আগমন | দিন |
---|---|---|---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG101 | 08:00 | 09:00 | প্রতিদিন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG103 | 09:30 | 10:30 | প্রতিদিন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG105 | 11:00 | 12:00 | প্রতিদিন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG107 | 12:30 | 13:30 | প্রতিদিন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG109 | 14:00 | 15:00 | প্রতিদিন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG111 | 15:30 | 16:30 | প্রতিদিন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG113 | 17:00 | 18:00 | প্রতিদিন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | BG115 | 18:30 | 19:30 | প্রতিদিন |
নভোএয়ার | N8101 | 08:30 | 09:30 | প্রতিদিন |
নভোএয়ার | N8103 | 10:00 | 11:00 | প্রতিদিন |
নভোএয়ার | N8105 | 11:30 | 12:30 | প্রতিদিন |
নভোএয়ার | N8107 | 13:00 | 14:00 | প্রতিদিন |
নভোএয়ার | N8109 | 14:30 | 15:30 | প্রতিদিন |
নভোএয়ার | N8111 | 16:00 | 17:00 | প্রতিদিন |
নভোএয়ার | N8113 | 17:30 | 18:30 | প্রতিদিন |
ইউএস-বাংলা এয়ারলাইন্স | BS101 | 07:45 | 08:40 | প্রতিদিন |
ইউএস-বাংলা এয়ারলাইন্স | BS103 | 10:00 | 10:55 | প্রতিদিন |
ইউএস-বাংলা এয়ারলাইন্স | BS105 | 12:50 | 13:45 | প্রতিদিন |
ইউএস-বাংলা এয়ারলাইন্স | BS107 | 15:00 | 15:55 | প্রতিদিন |
ইউএস-বাংলা এয়ারলাইন্স | BS109 | 17:15 | 18:10 | প্রতিদিন |
ঢাকা থেকে চট্টগ্রাম বিমানে যেতে কত সময় লাগে
বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব খুব বেশি নয়। সড়কপথে মোটামুটি ৬-৭ ঘন্টা সময় লাগলেও আকাশ পথে খুব অল্প সময়ের মাধ্যমেই ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো যায়। অনেকেই ঢাকা থেকে চট্টগ্রাম বিমানে যেতে কত সময় লাগে তা জানতে চায়। যেহেতু আকাশ পথে দূরত্ব অনেকটাই কমে আসে এবং বিমান খুব দ্রুত গতিতে ছুটে চলে তাই মাত্র 40 থেকে 50 মিনিট সময়ের মধ্যেই চট্টগ্রাম পৌঁছানো যায়। অর্থাৎ আপনার হাতে যদি ৪০ থেকে ৫০ মিনিট সময় থাকে তাহলে আপনি বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবেন।
ঢাকা টু চট্টগ্রাম বিমান টিকেট দাম
অনলাইনে বিভিন্ন এজেন্টের মাধ্যমে আপনি ঢাকা টু চট্টগ্রাম বিমান টিকেট কিনতে পারবেন। কিছু কিছু এজেন্সি গুলো বিমান টিকেটের দাম অতিরিক্ত নিয়ে থাকে। যার কারণে মূল্য কিছুটা বেশি হতে পারে। তবে বর্তমানে ঢাকা টু চট্টগ্রাম বিমান টিকেটের দাম ৩০০০ টাকা আশেপাশে রয়েছে। অর্থাৎ আপনি সর্বনিম্ন ৩০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ টাকার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামের বিমান টিকেট কিনতে পারবেন।
শেষ কথা
অনেকের মনেই সব থাকে কোন একদিন আকাশ পথে অর্থাৎ বিমানে চড়ে ঘুরে বেড়াবে। আপনি যদি শখের বসে অথবা কাজের উদ্দেশ্যে বিমান পথে চট্টগ্রাম যেতে চান তাহলে অল্প টাকা খরচ করার মাধ্যমেই তা সম্ভব। আজকের এই পোষ্টের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম বিমান ভাড়া কত তা জানানোর চেষ্টা করা হয়েছে। আশা করি আপনি তিন হাজার টাকা থেকে ৩৫০০ টাকার মধ্যে চট্টগ্রামের বিমান টিকেট কিনতে পারবেন।