বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির এক মহানায়ক। বাংলাদেশের জন্য একটি গর্ব এবং অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছোট থেকেই রাজনীতিতে চলে আসেন। সর্বপ্রথম ছাত্র জীবন থেকেই শেখ মুজিবুর রহমানের রাজনীতির জীবন শুরু হয়।
বাংলাদেশে স্বাধীনতা লাভের আগে ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের অশেষ ভূমিকা ছিল। এরপর ১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ভাষণ দেন। এবং প্রত্যেকেই যুদ্ধে ঝাপিয়ে পড়ার জন্য অনুপ্রেরণা দেন। তারাই ধারাবাহিকতায় স্মৃতির স্মরণে বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা আবৃত্তি করেছেন। নিচের লেখাগুলো থেকে কবিতা গুলো সংগ্রহ করে নিন।
বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা
বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নিয়ে বিভিন্ন কবিতা রয়েছে। এবং অনেকেই গভীর শোক প্রকাশে ছোট কবিতাগুলো আবৃত্তি করেছে। স্কুল কলেজে শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার জন্য ছোট কবিতা গুলো খুঁজে থাকে। আমরা বাছাই করা উল্লেখযোগ্য বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতা সমূহ গুলো উল্লেখ করেছি।
হারানো দিনগুলো
মোদের থেকে হারিয়ে গেছে বঙ্গবন্ধু,
হারিয়ে গেছে বীর নেতা।
বুকের মাঝে আজও
রয়েছে হাজার ব্যাথা,
চলে আসো মোদের মাঝে
আগের মতো করে,
আগের মতো হারিয়ে যাওয়া
মেঠো পথ ধরে।
সূর্য যখন ডুব দিয়েছে
গোধূলির অস্তরাগে,
ফিরে আসো মোদের মাঝে,
আলাপ জমাই নতুন কিছু নিয়ে
পথের পরে শালিক যেথায়,
কিচির মিচির করে।
তোমার তরে মনটা আমার
ব্যাকুল হয়ে মরে।
ছোটদের মুজিবের কবিতা
প্রতিবছর এই বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতির স্মরণে প্রাইমারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ছোট বাচ্চারা বঙ্গবন্ধুর জন্য বিভিন্ন কবিতা আবৃত্তি করে থাকে। এই কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের পুরস্কার অর্জন করে। অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শেখ মুজিবুর রহমান নিয়ে ছোটদের কবিতাগুলো সংগ্রহ করার চেষ্টা করে। দেখে নিন ছোটদের মুজিবের কবিতা গুলো।
কবিতার নাম: “মুজিব আমার”
কবি: অনিন্দ্য ঈপ্সিতা
উৎসর্গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তাঁর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি ।
মুজিব আমার বক্ষদেশের বজ্র আহ্বান ,
যে নামের তরে শহিদ হল লক্ষ কোটি প্রাণ।
অকুতোভয় শ্রেষ্ঠ বাঙালির সুদৃঢ় তর্জনী;
সত্য কর্ম, সত্য ধর্ম, অমোঘ সত্য বাণী ।
নাচল আকাশ, কাঁপল বাতাস, হাসল মহাশূন্য-
উঠে লাঠিয়াল, ধরে মাঝি হাল, করে নাকো কার্পণ্য!
জননী মোদের জন্মভূমি, দর্পে গরিয়সী –
বীর সেনাদের দিয়েছো জন্ম,ধন্য তোমার নাড়ি।
নেই কোনো ক্ষয়, হয়েছে যে জয়;
“মুজিব- মুজিব” ,চির অম্লান, অক্ষয়!
বঙ্গবন্ধু তুমি কবিতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নেই। সারা জীবন বাংলাদেশের মানুষের কাছে স্মৃতির স্মরণ হয়ে বেঁচে থাকবে। কারণ স্বাধীনতা লাভের জন্য বঙ্গবন্ধু নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তার আদর্শ কাজকর্ম মানুষ চিরকাল মনে রাখবে। বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য কবিতা আবৃতি করেছে। উল্লেখযোগ্য বঙ্গবন্ধু তুমি কবিতা সমূহটি আপনাদের মাঝে শেয়ার করেছি।
বঙ্গবন্ধু কবিতা
বঙ্গবন্ধু তুমি,
জাতির জনক,
স্বাধীনতার স্থপতি।
তোমার অহ্বানে
জেগে উঠেছিল
বাঙালি জাতি।
নয় মাস রণে
লড়েছে
স্বাধীনতার জন্য।
তোমার স্বপ্নের
সোনার বাংলা গড়তে
আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
ছোটদের বঙ্গবন্ধু কবিতা
বিশেষ করে ছোট বাচ্চারা কবিতাগুলো পড়তে অনেক পছন্দ করে। তারা আনন্দের সাথে বিভিন্ন অনুষ্ঠানে এ কবিতা গুলো উপস্থাপন করে। বঙ্গবন্ধুর স্মৃতির স্মরণে প্রতি বছরেই জন্মদিনে এবং মৃত্যুবার্ষিকীতে ছোটদেরকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোটদের উপস্থাপন করার জন্য বঙ্গবন্ধুর সুন্দর একটি কবিতা নিয়ে এসেছি।
ছোটদের কবিতা
সত্যিই আলোর প্রতিচ্ছবি,
বঙ্গবন্ধু – মানবতার প্রতিমানি।
স্বাধীনতার স্বপ্ন আঁকা,
সবুজের অঞ্চলে জীবন উজ্জ্বল করা।
সমাজের মুক্তিযুদ্ধে সদায়,
তিনি হারেননি, অস্তিত্ব পেয়েছেন সর্বদা।
বিশ্বের প্রতিটি কোণে শোনা,
তার মুকুটে স্বাধীনতার উজ্জ্বল রঙ।
বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা
বাংলাদেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রতি বছর এই ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কেক কেটে এই দিনটি উদযাপন শুরু করেন। এবং অনেকেই তার জন্মদিন নিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করেছে। বিভিন্ন স্কুল কলেজের অনুষ্ঠানে জন্মদিন নিয়ে কবিতা গুলো উপস্থাপন করা হয়। জন্মদিন নিয়ে কবিতাটি সংগ্রহ করে নিন।
কবিতা ১
তুঙ্গিপাড়ার বুকে জন্মেছিলেন এক সূর্য,
যার আলোয় উদ্ভাসিত বাংলার আকাশ।
মুজিব নাম তার,
বঙ্গবন্ধু খ্যাতি,
জাতির জনক হৃদয়ের অভিধানে।
ভাষা আন্দোলনের নায়ক,
ছয় দফার ধ্বজাধারী,
স্বাধীনতার সূচনা করলেন তিনি।
নয় মাস রণে লড়াই করেছিল বাঙালি,
বঙ্গবন্ধুর আহ্বানে।
স্বাধীন বাংলাদেশ হলো তার অমূল্য উপহার,
আমাদের কর্তব্য এই মাটিকে ভালোবাসা।
শেষ কথা
আপনারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে বিভিন্ন ছোট কবিতা খুঁজতেছিলেন। প্রতিবছরে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্মৃতির স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রত্যেকেই বঙ্গবন্ধুর নিয়ে কবিতাগুলো উপস্থাপন করে থাকে। আমরা এই পোস্টে ছোটদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা গুলো উল্লেখ করেছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ে বঙ্গবন্ধুকে নিয়ে ছোট কবিতাটি সংগ্রহ করতে পেরেছেন। ধন্যবাদ
আরও দেখুনঃ
বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা
17 ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা