২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা

বাংলাদেশের ইতিহাসে প্রতিবছর একুশে ফেব্রুয়ারির এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। একুশে ফেব্রুয়ারির এই দিনটিতে বাংলাদেশের সকল মানুষ জাতীয় শোক দিবস, মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। ১৯৫২ সালের ভাষার জন্য শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিবছর এই দিনটিতে জাতীয় শোক দিবস অর্থাৎ শহীদ দিবস পালন করা হয়।

বাংলাদেশের ইতিহাসে উল্লেখিত কয়েকটি জাতীয় দিবসের মধ্যে একুশে ফেব্রুয়ারির দিনে মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দিনে পুরো বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারি কর্ম দিবস ছুটি থাকে। গভীর শ্রদ্ধার সাথে এ দিনকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পালন করা হয়।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে অবস্থিত শহীদ মিনারে খালি পায়ে হেঁটে ফুল দিয়ে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সম্মাননা জানানো হয়। এছাড়াও এদিন কে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা ভাষা আমাদের গৌরব। তাই ২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা যারা অনলাইনে অনুসন্ধান করছেন তারা এই পোস্ট শেষ পর্যন্ত দেখুন।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনটি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। এ দিনটির মাধ্যমে বাংলাদেশের মাতৃভাষা বাংলা রক্ষা পায়। তবে ১৯৫২ সালের এই দিনটি আমাদের জন্য সহজ ছিল না। পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি করার ঘোষণা দাবি করে।

এছাড়া ভাষা আন্দোলনের পূর্বে এবং পরে প্রত্যেক বাঙালি কে অনেকটাই অত্যাচার সহ্য করতে হয়েছিল। তবে পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্নাহ যখন বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেন। ঠিক তখনই বাঙালি তরুণ ছাত্র সমাজ মেনে না নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে রাজপথে নেমে আসে।

বাঙালি তরুণেরা ভাষার জন্য মিছিল করতে করতে একসময় ঢাকার বিশ্ববিদ্যালয়ে সামনে এসে উপস্থিত হলে পুলিশের গুলিতে নিহত হয় কয়েকজন ছাত্র। আর শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে 1952 সালের পর থেকে আজ পর্যন্ত হাজার কবিতা, ছড়া ছন্দ এবং উক্তি বিভিন্ন সম্মানিত ব্যক্তিরা লিখেছেন। ২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা এবং বিখ্যাত কবিতা সহ হাজারো কবিতা রয়েছে।

০১
ভাষার জন্য প্রাণ দিলো,

শহীদদের শোক দিবস,
একুশে ফেব্রুয়ারি,
বাঙালির গর্বের দিন।

রক্তে লেখা ইতিহাস,
মাতৃভাষার মর্যাদা,
আমরা ভুলব না কখনো,
তাদের ত্যাগ ও বিসর্জন।

বাংলা ভাষা আমাদের,
জীবনের অমূল্য সম্পদ,
এই ভাষা আমরা রক্ষা করবো,
প্রজন্ম থেকে প্রজন্মে।

০২
দোয়েল কোয়েল ময়না
কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
মুগ্ধ সবার প্রাণ।

সাগর নদীর উর্মিমালার
মন ভোলানো সুর
নদী হচ্ছে স্রোতস্বিনী
সাগর সমুদ্দুর।

০৩
কৃষ্ণচূড়ার রঙে লাল,
শহীদের রক্তের দাগ।
ভাষার জন্য প্রাণ দিয়েছিল,
তাদের স্মরণে আজ শোক জাগ।

০৪
“বাংলা ভাষা বাংলার জীবন”,
এ স্লোগান ছিল মুখর।
ভাষার জন্য লড়াই করেছিল,
সেই সাহসী বীর যুবকর।

০৫
“আমার ভাষা আমার প্রাণ”,
এই সত্যি বুঝেছিল।
ভাষার জন্য লড়াই করেছিল,
সেই সাহসী নারী-পুরুষ।

২১ ফেব্রুয়ারী নিয়ে বিখ্যাত কবিতা

ছোট ছোট হাজারো কবিতার মাধ্যমে নিহিত রয়েছে ভাষার জন্য শহীদ হওয়া ব্যক্তিদের আত্মত্যাগের কথা। এমনকি ছোট ছোট বিখ্যাত কবিতার মাধ্যমেও নিহিত রয়েছে শহীদদের প্রতি বাঙ্গালীদের ভালোবাসার কথা। কেউ ভালোবাসা প্রকাশ করে কবিতার মাধ্যমে। আবার শহীদের প্রতি কেউ কেউ ভালোবাসা প্রকাশ করে ছন্দের মাধ্যমে। তাই একুশে ফেব্রুয়ারি নিয়ে বিখ্যাত কবিতা সংগ্রহ করতে নিচের কবিতাগুলো লক্ষ্য করুন।

০১
কবি: আবদুল গাফফার চৌধুরী
একুশে ফেব্রুয়ারি,
আমার ভাইয়ের রক্তে রাঙানো,
আমি কি ভুলিতে পারি?

ছেলেহারা শত মায়ের,
অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?

শহীদ তোমাদের,
অমরত্বের প্রতিজ্ঞায়,
আমরা গেঁথেছি স্বপ্ন,
আমরা গেঁথেছি গান।

০২
ভাষার জন্য প্রাণ দিয়েছিল,
সেই শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
একুশে ফেব্রুয়ারি,
আমাদের গর্ব, আমাদের অহংকার।

০৩
ভাষার জন্য প্রাণ দিয়েছিল,
সেই শহীদের ত্যাগ অমর।
একুশে ফেব্রুয়ারি,
আমাদের মুক্তির দিন

০৪
মাতৃভাষা, আমার অহংকার,
এ ভাষায় আমি বাঙালি।
এ ভাষায় লেখা হয়েছে,
আমার সাহিত্য, আমার কবিতা।

ছোটদের একুশে ফেব্রুয়ারি কবিতা

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারির কবিতা নিয়ে অনেক প্রতিযোগিতা হয়। বিশেষ করে ছোটরা একুশে ফেব্রুয়ারির কবিতা নিয়ে অংশগ্রহণ করে থাকে। তাই যে সকল ছোট্ট শিশুদের জন্য একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা আবৃত্তির অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছে। তারা অবশ্যই নিচে দেওয়া সব থেকে সেরা ছোটদের জন্য ফেব্রুয়ারি কবিতা সংগ্রহ করুন।

০১
একুশে ফেব্রুয়ারি,
শোকের দিন, গর্বের দিন।
ভাষার জন্য প্রাণ দিয়েছিল,
সেই সাহসী নারী-পুরুষ।

০২
ভাষার মর্যাদা
ভাষার মর্যাদা রক্ষায়,
সেদিন প্রাণ দিয়েছিল।
তাদের স্মরণে আজ,
আমাদের শপথ নিতে হবে।

০৩
– আসাদ বিন হাফিজ

একুশ আমার পলাশ শিমুল
কৃষ্ণচুড়ার ফুল
একুশ আমার শহীদ ভাইয়ের
রক্ত নদীর কূল।

একুশ আমার প্রতিবাদের
বজ্রকঠিন ভাষা
একুশ আমার বেঁচে থাকার
পল্লবিত আশা।

একুশ হলো দুঃশাসনকে
রুখে দেয়ার দিন
একুশ হলো রক্তমাখা
স্মৃতি অমলিন।

০৪
মাতৃভাষা মায়ের ভাষা-
মাতৃ মুখের বোল,
মায়ের হাসি ভালোবাসি-
দুই গালে দুই টোল।

আল্লাহর দান বাংলা ভাষা-
মিষ্টি মধুর, বড়ো খাসা,
হৃদমাঝারে ঢেউ খেলে যায়-
গভীর ভালোবাসা।

আল্লাহর দান বাংলা ভাষা-
ভাব প্রকাশে পুরে আশা,
গুঞ্জরণে, আনমনে যার-
ভালোবাসায় ঠাসা।

একুশে ফেব্রুয়ারি ছড়া

বায়ানন্নোর ভাষা আন্দোলনের পর থেকেই বিভিন্ন ব্যক্তি কবি, বিভিন্ন বিখ্যাত ব্যক্তি এবং মনীষীগণ কবিতা এবং ছড়া লিখে গেছেন। যে সকল কবিতা এবং ছড়া আজও বিদ্যমান রয়েছে বাঙ্গালীদের মাঝে। বিস্তারিত আকারে ফেব্রুয়ারির ইতিহাস না জানতে পারলেও ছড়ার মাধ্যমে খুব সহজে সংক্ষিপ্ত আকারে একুশে ফেব্রুয়ারির ইতিহাস জেনে নেওয়া যায়। সুন্দর সুন্দর এবং বাছাই করা একুশে ফেব্রুয়ারির ছড়া সংগ্রহ করতে নিচে প্রবেশ করুন।

০১
শহীদ তোমাদের,

অমরত্বের প্রতিজ্ঞায়,
আমরা ছুঁয়েছি নক্ষত্র,
আমরা ছুঁয়েছি দিগন্ত।

শহীদ তোমাদের,
অমরত্বের প্রতিজ্ঞায়,
আমরা হব নবজাগরণের,
আলোকিত মশাল।

০২
হাবীবুল্লাহ সিরাজী-
ছিটকে পড়ে শিমুল-জবা
ছিটকে পড়ে খেলা
ছিটকে পড়ে ভাটিয়ালি
নদীর ছেলেবেলা–

ছিটকে পড়ে মদনমোহন
ছিটকে পড়ে খুলি
ছিটকে পড়ে নামতা-ভূগোল
ছুড়ল যখন গুলি…

ভিজল বাতাস ডুবল আকাশ
বাংলা ভাষার গ্রাম–
আমার ভাইয়ের রক্ত দিয়ে
একুশ লিখিলাম।

০৩
স.ম. শামসুল আলম
কাঠ পোড়ানো কয়লা দিয়ে
মাটির ডেরায় লিখেছিলাম প্রিয় বর্ণমালা
আকাশ থেকে শিশির নিয়ে
ঘাসের ডগায় লিখেছিলাম প্রিয় বর্ণমালা।
তুলট মেঘের রং ছড়িয়ে
চাঁদের বুকে লিখেছিলাম প্রিয় বর্ণমালা
উদোম শিশুর হাসি দিয়ে
মায়ের মুখে লিখেছিলাম প্রিয় বর্ণমালা।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে আপনারা এই পোস্ট থেকে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা সংগ্রহ করতে পেরেছেন। ছোট ছোট কবিতা অনেকের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শেয়ার করে থাকেন। তাই তাদের জন্য এই আজকের এই পোস্ট অনেকটা উপযুক্ত। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয়ে থাকে। তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

আরও দেখুনঃ

শহীদ দিবস সম্পর্কে ১০ টি বাক্য

ছোটদের জন্য একুশের কবিতা

২১ শে ফেব্রুয়ারি ছন্দ , উক্তি , ছোট কবিতা

২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছন্দ, উক্তি ও কবিতা

২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা নিয়ে কবিতা

Scroll to Top